সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিনাকারণে ৮ দিনের বেতন কর্তনের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় বহিরাগত লোকজন দিয়ে শ্রমিকদের মারধরের হুমকি দেয় বলে জানা যায়।
মঙ্গলবার (১৫ই এপ্রিল ) আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকায় অবস্থিত “জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেড” কারখানায় এঘটনা ঘটে পরে শ্রমিকরা রাত ১০ টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে তাদের অভিযোগ জানাতে আসে।
শ্রমিকরা জানায়, গত মার্চ মাসের বেতন আজকে দেয় কারখানার কর্তৃপক্ষ তখন আমরা বুঝতে পারি আমাদের ৮ দিনের বেতন কম দেওয়া হচ্ছে বিষয়টি স্যারদের কাছে জানতে চাইলে তারা উল্টো আমাদের এলাকার লোকজন দিয়ে মারধর ও এলাকাছাড়া করবে বলে হুমকি দেয় পরে আমরা সবাই মিলে আমাদের শ্রমিক নেতা কাছে এসেছি আমরা আমাদের ৮ দিনের বেতন এবং এলাকার লোকজনের বিচার দাবি করি।
এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, শ্রমিকদের বেআইনিভাবে ৮দিনের বেতন কর্তন করেছে একই সঙ্গে শ্রমিকরা এর প্রতিবাদ করায় বহিরাগত লোকজন দিয়ে শ্রমিকদের মারধরের হুমকি দিয়েছে আমরা ইতিমধ্যেই বিষয়টি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি আশা করি তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবে।